দাম নিয়ন্ত্রণে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে প্রতিবেশী ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
শুক্রবার দেশটির সরকারের এমন ঘোষণার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা।
ভারতের কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে, শুধু সেগুলোর চালান যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়, “গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে…,” শুক্রবার রাতে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের (DGFT) পক্ষ থেকে এমন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত এপ্রিলে ভারতের বাজারে গমের দাম অনেকটাই বেড়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে আটার দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ফলে রুটি সবজি খেতেও মধ্যবিত্তের কালঘাম ছুটেছে।
মুদ্রাস্ফীতির জেরে গমের দাম বাড়ায় খুচরো বাজারে বাড়ছে আটার দাম।
তথ্য বলছে, ভারতের বাজারে আটার গড় দাম কেজি প্রতি ৩২.৯১ রুপিতে পৌঁছেছে। যা গত এক বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। গত বছর এই সময় প্রতি কেজি আটার দাম ছিল ২৯.১৪ রুপি।