প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি বেড়েছে আরও দুইদিন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩ ১০:১৩:৩১ | আপডেট: ৫ মাস আগে
গাজায় যুদ্ধবিরতি বেড়েছে আরও দুইদিন

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুইদিন বেড়েছে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার এই তথ্য জানিয়েছে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি আরও দুইদিন বাড়াতে রাজি হয়েছে। যুদ্ধবিরতির বর্ধিত সময়ে অর্থাৎ মঙ্গলবার (২৮ নভেম্বর) ও বুধবার (২৯ নভেম্বর) গাজায় হামলা চালাবে না ইসরায়েল।

হামাসের মুখপাত্র গাজী হামাদ জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে।

যুদ্ধবিরতি নিয়ে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতার মধ্যেই চলতি সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন। ইসরায়েল এবং পশ্চিমতীর সফর করবেন তিনি। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এটি হবে ব্লিংকেনের তৃতীয় দফায় মধ্যপ্রাচ্য সফর।

এদিকে আরও ১১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তি অনুযায়ি কারাগারে থাকা নারী ও শিশুসহ ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।