প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গাজার মসজিদে ইসরায়েলের হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৭:৩৬:০৫ | আপডেট: ৫ মাস আগে
গাজার মসজিদে ইসরায়েলের হামলায় নিহত ৫০
গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকেই।
 
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, গতকাল ১৫ নভেম্বর  গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এই বিমান হামলা চালানো হয়েছে। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে পৃথক হামলার ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার ভোরে গাজার পশ্চিম তীরের উত্তর অংশের ইয়াবাদ শহরে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এছাড়াও উত্তরের শহর নাবলুসের কাছে অবস্থিত আল-লুব্বান এবং আল-শারকিয়া গ্রামেও পৃথক ইসরায়েলি অভিযান চলছে।
 
উত্তর গাজার দক্ষিণে ইসরায়েল আক্রমণ পরিচালনা করছে। এই এলাকা থেকে ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের সরে যেতে উৎসাহিত করছে।