ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদিদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিক ইউমনা এল সায়েদ জানান, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ জন নিহতের খবর ঘোষণা দিয়েছে। তবে এতে আহতের সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এছাড়াও হামলায় কারা হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
সায়েদ বলেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় গাজায় আবাসিক ভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফিলিস্তিন ইসলামিক জিহাদ মুভমেন্ট ঘোষণা দিয়েছে, মঙ্গলবার বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- জিহাদ আল ঘানাম, খলিল আল বাহতিনি এবং তারিখ ইজ আল দীন।
গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তিনজন তাদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে হামলায় নিহত হয়েছেন। তবে কতজন স্ত্রী এবং সন্তান এবং তাদের বয়স কত সেই সম্পর্কে গ্রুপটি বিস্তারিত কিছু বলেনি।