মিশর আর কাতারের মধ্যস্থতার পর নুরিত কুপার এবং ইয়োচেভেদ লিফশিৎজ নামে দুই জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে ওই দুই জন বয়স্ক নারীর স্বামীদেরকে এখনো মুক্তি দেয়া হয়নি।
ইয়োচেভেদ লিফশিৎজ এর মেয়ে বলেছেন, তিনি তার বাবাসহ গাজায় আটক বাকি জিম্মিদের মুক্তি চান।
জাতিসংঘ বলেছে, গাজায় ত্রাণ সহায়তা নিয়ে ২০টি ট্রাকের আরো একটি গাড়িবহর প্রবেশ করেছে। গাজায় এখনো খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ উদ্বেগজনকভাবে কম রয়েছে।
সংস্থাটি বলছে, ত্রাণ সহায়তার মধ্যে জ্বালানি নেই। তার মানে হচ্ছে আগামী দুই দিনের মধ্যে বর্তমানে থাকা মজুদে টান পড়বে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ব্রিটিশ গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আল-আহলি হাসপাতালে যে বিস্ফোরণটি হয়েছিল সেটি ‘হয়তো’ গাজার মধ্য থেকেই ছোড়া হয়েছিল।
হামাস এই হামলার জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। কিন্তু ইসরায়েল দাবি করেছে যে, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর 'ভুলক্রমে' ছোড়া একটি রকেট এই হামলার জন্য দায়ী।
তিনি আরো বলেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক নাগরিকদের জন্য ব্রিটিশ সরকার তাদের আগের প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ দ্বিগুণ করবে। ফলে অতিরিক্ত আরো ২০ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেয়া হবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, রোববার সকাল থেকে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৪৩৬ জন মারা গেছে। আর গত ৭ই অক্টোবর থেকে সব মিলিয়ে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
ইসরায়েল বলেছে তারা হামাসের স্থাপনা ও টানেল লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রতি দিন অন্তত ৩২০টি লক্ষ্যবস্তুতে হামলা করছে তারা।