প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাল জি-৭

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩ ১০:২১:৩৮ | আপডেট: ৫ মাস আগে
গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাল জি-৭

ফিলিস্তিনের গাজায় জরুরি ত্রাণসহায়তা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির সুযোগ তৈরি করে দিতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭।

আল জাজিরা জানিয়েছে, গতকাল ৮ নভেম্বর বুধবার জাপানের রাজধানী টোকিওতে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় মানবিক সংকটের দ্রুত অবনতির বিষয়টি সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা জোর দিচ্ছি। আমরা সবাই মানবিক দিক বিবেচনায় সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির পক্ষে। একই সঙ্গে গাজায় জরুরি ত্রাণসহায়তা পৌঁছানো, বেসামরিক মানুষদের চলাচল ও জিম্মি ব্যক্তিদের মুক্তির পথ তৈরি করার পক্ষে।

সম্মেলনে ইসরায়েলের আত্মরক্ষার বিষয়েও জোর দেওয়া হয়। বলা হয়, দেশ ও দেশের মানুষকে রক্ষায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। বিবৃতিতে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরান যেন হামাসকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেয়।

তবে টোকিওতে দুই দিনের এই সম্মেলনে জোটের পক্ষে সাধারণ যুদ্ধবিরতির কোন আহ্বান জানানো হয়নি।