ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে (৮০)। প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে প্রায় ২৫ বছর পরে গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন। খবর এনডিটিভির।
বুধবার কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্যমতে, দেশে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিলো ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। এতে ৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর (৬৬) পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।
এদিকে, সকাল ১০টায় দিল্লির কংগ্রেস সদরদপ্তরে ভোট গণনা শুরু হয় এবং তা দুপুর ১টায় শেষ হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন ঘিরে একাধিক জল্পনা, জলঘোলা হয়েছে। অবশেষে এই লড়াইয়ে মুখোমুখি হন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। এই প্রথম সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছে গান্ধী পরিবার।
ভোটের ফল ঘোষণার আগেই রাহুল গান্ধী কর্ণাটকের এক সংবাদ সম্মেলনে খাড়গেকে বিজয়ী হিসেবে পরিচয় করিয়ে দেন।