প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গুগলকে ৫ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২২ ২১:৩৩:৪৫ | আপডেট: ২ years আগে
গুগলকে ৫ লাখ ডলার জরিমানা

ইউটিউবে ঘৃণা ছড়ানো ও অসত্য তথ্য সংবলিত ভিডিও প্রচার করে মানহানি করায় জন বারিলারো নামের এক রাজনীতিবিদকে ৫ লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে গুগলকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। খবর আল জাজিরার।

সোমবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত গুগলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়ায় এ রায় দেয়।

আদালত বলেছে, ইউটিউবে প্রচারিত দু’টি ভিডিওর কারণে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার জন বারিলারোকে রাজনীতি ছেড়ে দিতে হয়েছে। কারণ, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছাড়ানোর কারণে তিনি অপমানবোধ ও বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।

বিচারক স্টিভেন রেরেস বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ জর্ডান শ্যাঙ্কসের পোস্ট করা ভিডিও দু’টিতে বারিলারোর বিরুদ্ধে “বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। ভিডিও দু’টি সাবেক ওই জনপ্রতিনিধির সততাকে প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে প্রমাণ ছাড়াই তাকে “দুর্নীতিগ্রস্ত” আখ্যা দেয়া এবং বর্ণবাদী বলে উপস্থাপন করা হয়েছে।”

বিচারক তার রায়ে বলেন, “গুগল ওই ভিডিও দিয়ে হাজার হাজার ডলার আয় করলেও ঘৃণা ছাড়ানোর বক্তব্য, সাইবার বুলিং ও হয়রানি প্রতিরোধে প্রতিষ্ঠানিক নীতি প্রয়োগ করতে পারেনি।”

২০২০ সালের শেষের দিকে পোস্ট করা ওই ভিডিও এখন পর্যন্ত প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

এ ঘটনার পর ২০২১ সালের অক্টোবরে বারিলারো রাজনীতি ছেড়ে চলে যান। কারণ তিনি গুগল ও প্রতিপক্ষ শ্যাঙ্কসের এ প্রচারণায় মারাত্মক বিষাদগ্রস্ত হয়ে পড়েন। এর পর আর তিনি কখনোই তার সরকারি অফিসে যাননি।

রায়ে বারিলারো সন্তুষ্ট হয়েছেন। তবে এ বিষয়ে কথা বলতে গুগলের কাউকেই পাওয়া যায়নি।