প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গুতেরেসের সফরের মধ্যেই কিয়েভে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ০৯:৩৬:২৮ | আপডেট: ২ years আগে
গুতেরেসের সফরের মধ্যেই কিয়েভে রকেট হামলা
ফাইল ছবি।

যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে আলোচনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। কিন্তু তার এই সফরের মাঝেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলা চালানো হয়েছে। খবর বিবিসি’র।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যাপক সমালোচানা করেন।

তিনি বলেন, “নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ প্রতিহত করতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি ছিল ‘প্রচণ্ড হতাশা ও ক্রোধের উৎস।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন। নিরাপত্তা পরিষদ এ যুদ্ধ প্রতিরোধ ও বন্ধ করার জন্য তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশেষ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত।

কিন্তু ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে কাজ করতে ব্যর্থ হওয়ায় ইউক্রেন সরকারসহ বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে নিরাপত্তা পরিষদ।