ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে ভারতের উপকূলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় ভূমিধস হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় দেশটির আবহাওয়া অফিস এ তথ্য জানায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘গুলাব’ অন্ধ্র প্রদেশের কলিঙ্গাপত্তনম এবং উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।
ভারতের আবহাওয়া বিভাগের টুইট বার্তায় বলা হয়, মেঘমালা উপকূলীয় অঞ্চলগুলো স্পর্শ করেছে এবং উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় ভূমিধস শুরু হয়েছে। ঘূর্ণঝড়টি কলিংপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে অতিক্রম করবে।
এদিকে স্থানীয় জনগণকে সহায়তার জন্য ইতোমধ্যেই উভয় রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে। ঝুঁকি এড়াতে দেশটির রেলওয়ের বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে।