প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকেই ফের লং মার্চের ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২২ ১০:৩৯:৩০ | আপডেট: ১ year আগে
গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকেই ফের লং মার্চের ঘোষণা ইমরান খানের
সংগৃহীত

গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকেই ফের লং মার্চের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

ইমরান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।’

ইমরান আরও বলেন, ‘আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে। লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছাবে।’

এর আগে, ইমরান খান বলেছিলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন। আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সেজন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিতে ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রাকের উপরে উঠে প্রতিবাদ মিছিল করছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেসময় এলোপাথারি গুলি চালানো শুরু হয়। ইমরান খানের পায়ে ২টি গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে লাহোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।