প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গৃহকর্মী কাজ ছাড়ায় মায়ের জন্য রোবট বানালো কলেজছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২২ ১৮:৫০:৫৮ | আপডেট: ২ years আগে
গৃহকর্মী কাজ ছাড়ায় মায়ের জন্য রোবট বানালো কলেজছাত্র
সংগৃহীত

করোনার জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন গৃহকর্মী। আর তাই গৃহস্থালি কাজে মাকে সহায়তার জন্য রোবট তৈরি করলো কলেজছাত্র।

মায়ের প্রতি ভালোবাসা নিদর্শনের অনন্য এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে।

নারীর রুপ দেয়া রোবটটির নাম দেয়া হয়েছে পথুটি। রোবটটি বানাতে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, করোনা শুরুর পর কাজ ছেড়েছিলেন গৃহকর্মী। এরপর থেকে ঘরের সব কাজ একা করতে হিমশিম খাচ্ছিলেন কেরালার এক নারী। মায়ের এমন কষ্ট দেখে এর সমাধান খুঁজতে থাকেন সতেরো বছরের কিশোর ছেলে। একদিন সেই সুযোগও পেয়ে যায় সে। কলেজে রোবট বানানোর প্রজেক্ট এসে পড়ে শিয়াদের হাতে। আর এই প্রজেক্টকে হাতিয়ার করেই নিজের লক্ষ্যে এগোনোর চেষ্টা করে শিয়াদ।

খবরে আরও বলা হয়, করোনার সময় অনেক পরিশ্রমের পর রোবট বানানোয় সফলতা পায় শিয়াদ। কলেজে প্রদর্শনীর পরে রোবটটিকে বাড়িতে নিয়ে আসে সে। তার পর মাকে সাহায্য করার জন্য সেটিকে কাজে লাগানোর চিন্তাভাবনা শুরু করে। এরপর আরও কিছু পরিবর্তন এনে ঘরের কাজে সহায়তাকারী রোবট হিসাবে গড়ে তোলে শিয়াদ।

কলেজছাত্র শিয়াদ বলেছেন, এখন মাকে ঘরের সব রকম কাজে সাহায্য করছে রোবট।