শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়েছেন পার্শ্ববর্তী মালদ্বীপে। তাকে আশ্রয় না দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রীলঙ্কার প্রবাসীরা।
মালদ্বীপের একটি টিভি চ্যানেলের প্রধানের বরাতে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর এ খবর দিয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে স্ত্রী ও দেহরক্ষীসহ ৪ জন নিয়ে নিয়ে একটি সামরিক বিমানে মালদ্বীপ পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জনগণের তীব্র বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।