প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭, দেশজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩ ০৯:১২:০০ | আপডেট: ২ years আগে
গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭, দেশজুড়ে বিক্ষোভ
সংগৃহীত ছবি

গ্রিসের লারিসায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। এছাড়াও প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এই দুর্ঘটনার তদন্তে দেশটির সরকার ১০ জনের তদন্তকারী এক দল গঠন করেছে। এরমধ্যে ইলেনি নামে এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ৫৭টি অক্ষত লাশ থেকে ডিএনএ নেওয়া হয়েছে। ট্রেনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রেল দুর্ঘটনায় ইতোমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।

আরও পড়ুন-  গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৮, পরিবহনমন্ত্রীর পদত্যাগ

এদিকে এমন দুর্ঘটনায় আজ দেশটির অনেকে বিক্ষোভে নেমেছে। এথেন্সে দেশটির রেল অপারেটর হেলেনিক ট্রেনের সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই কোম্পানি দেশটির রেল ব্যবস্থার দেখভাল করে।

এ ছাড়া থেসালোনিকি এবং লারিসা শহরেও বিক্ষোভ হয়েছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গ্রিসের সরকার জানিয়েছে, তারা এই ভয়াবহ রেল দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণে তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

এই দুর্ঘটনার জন্য মানুষের ভুলই দায়ী বলেছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। গত মঙ্গলবার মধ্যরাতে ৩৫০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুটি বগিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।