প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ঘাঁটিতে ফিরেছে ওয়াগনার, রাশিয়ার সড়কের বিধিনিষেধ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৩ ১২:৫৪:৪৪ | আপডেট: ২ years আগে
ঘাঁটিতে ফিরেছে ওয়াগনার, রাশিয়ার সড়কের বিধিনিষেধ প্রত্যাহার
ওয়াগনার বাহিনী দক্ষিণের শহর রোস্তভ-অন-দন ছেড়ে চলে যাওয়ায় বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্রোহী রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ রক্তক্ষয় এড়াতে মস্কোর দিকে এগোনো বন্ধ করে নিজেদের ঘাঁটিসমূহে ফিরে গেছে। ওয়াগনার যোদ্ধারা শহর ছাড়ার পর রোববার ভোর থেকে রাস্তার বিধিনিষেধ তুলে নিয়েছে রাশিয়া।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, ওয়াগনার বাহিনী দক্ষিণের শহর রোস্তভ-অন-দন ছেড়ে চলে যাওয়ায় বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। এর আগে যখন ওয়াগনার সেনারা রোস্তভ থেকে উত্তরে মস্কোর দিকে যাচ্ছিল, তখন রাশিয়ান কর্তৃপক্ষ তাদের পদযাত্রা থামানোর জন্য রাস্তা বন্ধ করে দিয়েছিল।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো’র মধ্যস্থতায় একটি সমঝোতা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ওয়াগনার প্রধান প্রিগোজিনের সঙ্গে সারাদিন ধরে আলোচনা করেন। এই সংলাপের প্রেক্ষিতে বিদ্রোহে ক্ষান্ত দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মত হন প্রিগোজিন।

তাস বলছে, রোস্তভ, লিপেটস্ক এবং বিদ্রোহের সময় বন্ধ করে দেয়া সব রাস্তার বিধিনিষেধ এখন আর নেই।

রোববার সকালে বিবিসি বেশ কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলেছে। রাস্তায় বের হওয়া কয়েকজন বলেছেন, এখন রাস্তায় কোনো ট্যাংক নেই। ওয়াগনার যোদ্ধাদের নিয়ে এখন আমরা খুব বেশি চিন্তিত নই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এক চুক্তি হয়েছে ওয়াগনার বস প্রিগোশিনের সঙ্গে। তার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবে রাশিয়া। রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে পুতিন।

পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াগনারের যোদ্ধাদের চুক্তি হবে। এর ফলে গতকাল শনিবারের বিদ্রোহের কারণে তাদের কোনো সাজা হবে না। ওয়াগনার যোদ্ধাদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাদের প্রতি ক্রেমলিনের সব সময়ই শ্রদ্ধা রয়েছে।’

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মতিতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। কারণ তিনি প্রায় ২০ বছর ধরে ব্যক্তিগতভাবে প্রিগোশিনকে চেনেন।