প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মিগজাউমে চেন্নাইতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩:০৯ | আপডেট: ৫ মাস আগে
ঘূর্ণিঝড় মিগজাউমে চেন্নাইতে নিহত ৮

ভারতের তামিলনাড়ুতে তুমুল বৃষ্টির পর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম। চেন্নাইতে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিতে ৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাসের সর্বোচ্চ গতিবেগ নিয়ে স্থলভাগে আছড়ে পড়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে ভারতের উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মিগজাউম।

অন্ধ্রপ্রদেশ সরকার ৮ জেলায় সতর্কতা জারি করেছে, তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা,পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদা। পুদুচেরিত উপকূলীয় অঞ্চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানিয়েছে, এখন ঘূর্ণিঝড়কে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতে হবে। সমস্ত ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোর জন্য বিশেষ অফিসারদের নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কাজের জন্য প্রত্যেক এলাকার জন্য ২ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের থাকার জন্য ২০০ টিরও বেশি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং তাদের কেন্দ্র থেকে প্রয়োজনীয় সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে।