প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: ভারতে লাল সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২২ ১২:১১:৫৮ | আপডেট: ২ years আগে
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: ভারতে লাল সতর্কতা জারি
সংগৃহীত

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সিত্রাং। ধেয়ে আসছে বাংলাদেশ আর ভারত উপকূলের দিকেই। মঙ্গলবার স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে দেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতিবেশী ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে লাল সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টিভি৯-এর খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের বেশ কয়েকটি রাজ্যে। পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের একাধিক রাজ্য, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব না পড়লেও, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে সিত্রাংয়ের সবথেকে বেশি প্রভাব পড়বে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আগামী ২৬ অক্টোবর অবধি স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের জন্য সমস্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে।

অসমের কাচার, করিমগঞ্জ ও হালাইকাণ্ডিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মিজোরামের ১১টি জেলায়, ত্রিপুরার ৮টি জেলায় ও নাগাল্যান্ডের ১৬টি জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে।