প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ঘোষণা ছাড়াই শেষ হলো জি২০ জলবায়ু বিষয়ক আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৮:৩৩ | আপডেট: ২ years আগে
ঘোষণা ছাড়াই শেষ হলো জি২০ জলবায়ু বিষয়ক আলোচনা

ইন্দোনেশিয়ার বালিতে বুধবার কোন ধরণের ঘোষণা ছাড়াই শেষ হয়েছে জি২০ জলবায়ু বিষয়ক আলোচনা।

বৈঠকসূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানায়, আলোচনা সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জি২০ সদস্যরা। রাশিয়ার ইউক্রেনে আক্রমণের নিন্দা করে বক্তব্য শুরু করেন অধিকাংশ দেশ। তবে রাশিয়ান প্রতিনিধির বক্তব্যের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশটির রিসোর্ট দ্বীপে একদিনের এ বৈঠকে প্রথম থেকে রাশিয়ার উপস্থিতির কারণে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসতে পারেনি জি২০ সদস্যরা।

জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়েও জি২০ সদস্যদের মধ্যে বিভক্তি লক্ষ্য করা যায়।

রাশিয়ার পক্ষ থেকে আলোচনা সভায় যোগ দেন দেশটির একজন উপমন্ত্রী।

১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০। এই জোটের দেশগুলো বিশ্বে ৮০ শতাংশ কার্র্বন নিঃসরনের জন্য দায়ী।