রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে পশ্চিমা অর্থনৈতিতে। এর মধ্যেই রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাজপ্রমের গ্যাস ইউরোপের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ফলে ইউরোপজুড়েই চলেছে গ্যাস সংকট।
শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মূলত ইউক্রেন একটি প্রধান গ্যাস ট্রানজিট রুট বন্ধ করার একদিন পর এই সিদ্ধান্ত নেয় রুশ প্রশাসন। এতে সংকট দেখা দিয়েছে ইউরোপজুড়ে।
গ্যাসের বিকল্প নিশ্চিত করতে ইউরোপের ওপর চাপ আরও বেড়েছে। এর মধ্যেই বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো।
নিষেধাজ্ঞার আওতায় আসা এসব কোম্পানির নাম রাশিয়ার সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এসব দেশের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
প্রতিবেদনে পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এসব কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না বা তারা রাশিয়ার গ্যাস সরবরাহের কাজে অংশ নিতে পারে না।
এদিকে, ইউরোপে রাশিয়ার জ্বালানির শীর্ষ গ্রাহক জার্মানি। দেশটি বলছে, ‘গ্যাজপ্রম জার্মানিয়ার কিছু সহযোগী সংস্থা নিষেধাজ্ঞার কারণে গ্যাস পাচ্ছে না। গ্যাজপ্রম ও এর সহযোগী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’