প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চার মাসে ভারতে সর্বনিম্ন সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২১ ১০:১৯:৫৪ | আপডেট: ৩ years আগে
চার মাসে ভারতে সর্বনিম্ন সংক্রমণ

ভারতে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। গত ৪ মাসের মধ্যে এটাই দেশটির সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন।

এর আগেরদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৯৭ হাজার ৭৯৬ জন। এটা ছিল গত ৩ মাসের সর্বনিম্ন সংক্রমণ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৭২৩ জনের।

এদিকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ২৮১ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ কোটি ৯৭ লাখ ৫২ হাজার ২৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে আরও ১৭ হাজার ৭১৪ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জন।