ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীন সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সশস্ত্র বাহিনীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রাজ্যের আপার সিয়াং জেলার মিগিং গ্রামের কাছে একটি পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনকভাবে বিধ্বস্ত হওয়ার সময় অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি পাঁচ সেনা সদস্যকে বহন করছিল।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত নিহত তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তৃতীয় লাশটি উদ্ধারের চেষ্টা চলছে।’
প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তদন্ত করতে আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।
এক মাসে অরুণাচল প্রদেশে এটি দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। চলতি মাসের শুরুর দিকে একই ধরনের হেলিকপ্টার দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন।