চীনের মধ্যাঞ্চলে অবিরাম বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঝেংঝু শহরে বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন মারা গেছে। খবর এএফপির।
বুধবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেনান প্রদেশ জুড়ে রেকর্ড বর্ষণে বাঁধে ফাটল দেখা দিয়েছে। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং পরিস্থিতিটিকে অত্যন্ত মারাত্মক বলে বর্ণনা করেছেন।
অতি বৃষ্টির কারণে হেনান প্রদেশের ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাস্তাঘাট ও রেললাইন তলিয়ে গিয়েছে। বন্যায় তলিয়ে গেছে শহরের বেশিরভাগ রাস্তা।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমন্ডল উষ্ণ হয়ে যাওয়ায় অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, সমস্ত রাস্তাঘাট এখন পানির নিচে। গাড়ি ডুবে গিয়েছে। উদ্ধারকর্মীরা গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন।
আশঙ্কা করা হচ্ছে যে, হেনান প্রদেশের একটি বাঁধ ভেঙে যেতে পারে। সম্প্রতি ঝড়ের দ্বারা এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে।’