প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে বার্ড ফ্লু সংক্রমণে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩ ১৫:২৩:৩৭ | আপডেট: ১ year আগে
চীনে বার্ড ফ্লু সংক্রমণে প্রথম মৃত্যু

বিশ্বে এই প্রথম এইচ৩এন৮ বার্ড ফ্লুতে প্রথম কোনো মানুষের মৃত্যু হয়েছে। ফ্রুর এই ধরন মানুষের দেহে খুবই বিরল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিহত হওয়া ব্যক্তি একজন নারী। তার বয়স ৫৬ বছর। তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের বাসিন্দা। তিনি বার্ড ফ্লুর এইচ৩এন৮ ধরনে আক্রান্ত হওয়া তৃতীয় ব্যক্তি ছিলেন।

এর আগে একই ভাইরাসে আক্রান্ত হওয়া বাকি দুজনও চীনা নাগরিক। তাদের শরীরে গত বছর এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয়।

গত মাসের শেষের দিকে এই ভাইরাসে তৃতীয় সংক্রমণের কথা জানিয়েছিল গুয়াংডং প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন বার্ড ফ্লুতে মারা যাওয়া ওই নারী। এ ছাড়া তিনি জীবিত হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন।

ভাইরাসটি ছোঁয়াচে নয় উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়ার ক্ষমতা নেই। তাই জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে মনে করা হচ্ছে।