প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩ ১১:৫৪:৪২ | আপডেট: ২ years আগে
চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২২

ঘন কুয়াশার কারণে চীনের জিয়াংজি প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। খবর এনডিটিভি।

জিয়াংজি প্রদেশে নাঞ্চাং কাউন্টিতে রোববার রাত ১ টার আগে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বলছে, ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঞ্চাং কাউন্টি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছিল না, এর কারণে সহজে দুর্ঘটনা ঘটছে।ঘনকুয়াশার কারণে চালকদের রাস্তায় মনোযোগ দিতে বলেছেন দেশটির পুলিশ।

আরও বলা হয়েছে, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন, ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না।’