প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে ভারী বর্ষণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৩ ১৪:২৩:১১ | আপডেট: ২ years আগে
চীনে ভারী বর্ষণে বহু হতাহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিতে ১৫ জন নিহত ও চারজন নিখোঁজ রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ জারি করে কর্তৃপক্ষকে জনগণের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রমাণের নির্দেশ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার থেকে প্রবল বৃষ্টিতে চীনের দক্ষিণ-পশ্চিম চংকিং পৌরসভায় বুধবার সকাল ৭টা পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিশাল অংশ জুড়ে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগের জন্য সতর্কতা জারি করার পর এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘সব স্তরের নেতৃস্থানীয় কর্মকর্তাদের বন্যার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে, জনগণের নিরাপত্তা ও সম্পত্তিকে অগ্রাধিকার দিয়ে সব ধরনের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করতে হবে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জন্য ৮৫ হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।