প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৮:৩৬ | আপডেট: ৪ মাস আগে
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২শ’র বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৮ ডিসেম্বর) সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিক ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ছোট আফটারশক হয়েছিল।

এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দেশবাসীকে অনুসন্ধান ও ত্রাণ কাজে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সেইসাথে বেঁচে যাওয়া এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া বাড়িসহ উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং নিরাপত্তার জন্য লোকজন রাস্তায় নেমেছে। স্থানীয় কয়েকটি গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। সিনহুয়ার তথ্যে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।