ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ যাত্রী।
মঙ্গলবার সকালে দেশটির জম্মু-শ্রীনগর মহাসড়কের জাজ্জার কোটলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন পুলিশ জানিয়েছে, বাসটি পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের বিষ্ণু দেবী আশ্রমের দিকে যাচ্ছিল। যাত্রা পথে জম্মু-শ্রীনগর মহাসড়কের জাজ্জার কোটলি এলাকার একটি ব্রিজ থেকে বাসটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল বিষ্ণু দেবী আশ্রম থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জম্মুর ডেপুটি কমিশনার অভনি লাভাসা জানিয়েছেন, কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জাজ্জার কোটলি নামের এলাকায় জাতীয় সড়কের কাছে গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। জোর কদমে চলছে উদ্ধারকাজ। সিআরপিএফ কমান্ডান্ট অশোক চৌধুরী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।