প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জম্মুতে মোদির সফরের আগে বন্দুকযুদ্ধ, ২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ১০:৫৬:৪৫ | আপডেট: ২ years আগে
জম্মুতে মোদির সফরের আগে বন্দুকযুদ্ধ, ২ সন্ত্রাসী নিহত
ফাইল ছবি।

ভারতের জম্মু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় ১ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন। ২০১৯ সালের পর আগামী রোববার প্রধানমন্ত্রী মোদির এ রাজ্যে প্রথম রাজনৈতিক সফর, যা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। খবর এনডিটিভির।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এ অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুই দিন আগে শুক্রবার সকালে জম্মুতে একটি সেনা স্থাপনার কাছে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি ভয়ঙ্কর বন্দুক যুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন, কর্মকর্তারা জানিয়েছেন।

জম্মু শহরের সুঞ্জওয়ান সেনানিবাস এলাকায় নিরাপত্তা বাহিনী একটি প্রাক-ভোর অভিযান শুরু করার পর সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা শহরে হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে তথ্য ছিল। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) অবশ্য বলেছে, সন্ত্রাসীরা তাদের কর্মীদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এবং একজন সহকারী সাব ইন্সপেক্টর নিহত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি রোববার একটি সমাবেশে ভাষণ দেবেন। যেখানে গ্রামের হাজার হাজার পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকবেন।

সফরের আগে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জম্মু ও কাশ্মীর জুড়ে যে কোনও সন্ত্রাসী হামলা প্রতিরোধে নিরাপত্তা বাহিনী দ্বারা চব্বিশ ঘন্টা টহল দেওয়া হচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, পুলিশ সুঞ্জওয়ানে অন্তত দুই সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়েছিল।