প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন: চরম ঝুঁকিতে বিশ্বের এক তৃতীয়াংশ শিশু

বাসস
১৯ অক্টোবর ২০২২ ১৫:৩৫:২৬ | আপডেট: ২ years আগে
জলবায়ু পরিবর্তন: চরম ঝুঁকিতে বিশ্বের এক তৃতীয়াংশ শিশু

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্বের এক তৃতীয়াংশ বা প্রায় ১০০ কোটি শিশু।

বুধবার মানবাধিকার গ্রুপ ‘দ্য কিডসরাইটস’ এ বিষয়ে সতর্ক করে বলেছে, গত এক দশকে শিশুদের জীবনমান উন্নত হয়নি।

জাতিসংঘের সংস্থাসমূহের পাঠানো তথ্যের ভিত্তিতে ডাচ ভিত্তিক এনজিও ‘দ্য কিডসরাইটস’ বলছে, বিশ্বের এক তৃতীয়াংশ শিশু যার সংখ্যা প্রায় ৮২ কোটি তারা বর্তমানে তাপপ্রবাহের ধকল সামলাচ্ছে। বিশ্বব্যাপী ৯২ কোটি শিশু পানি ঘাটতির শিকার। ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে প্রায় ৬০ কোটি বা প্রতি চারজনে একজন শিশু।

দ্য কিডসরাইটস প্রথম ও একমাত্র যারা বার্ষিকভাবে কিভাবে শিশু অধিকারকে সম্মান জানানো হয় তার একটি র‌্যাংকিং বা পরিমাপ তৈরি করেছে। এক্ষেত্রে ১৮৫টি দেশের মধ্যে আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড র‌্যাংকিংয়ের একেবারে প্রথম সারিতে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি সিয়েরালিওন, আফগানিস্তান ও চাদের।

দ্য কিডসরাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক ডুলার্ট চলতি বছরের রিপোর্টকে বিশ্বের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্যে উদ্বেগজনক বলে বর্ণনা করেন। জলবায়ুর দ্রুত পরিবর্তন তাদের ভবিষ্যত ও মৌলিক অধিকারের জন্যে হুমকিস্বরূপ।

তিনি বলেন, গত এক দশকে শিশুদের জীবনমানের উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। উপরূন্ত কোভিড-১৯ মহামারির কারনে তাদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিসডরাইটস সূচকে বলা হয়েছে, গত দুই দশকে এ প্রথমবারের মতো শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ কোটিতে দাঁড়িয়েছে। তবে অ্যাঙ্গোলা ও বাংলাদেশ এই দু’টি দেশ শিশু অধিকারের বিষয়ে তাদের অবস্থান উন্নত করেছে।

অ্যাঙ্গোলা তার পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হার অর্ধেকেরও বেশি নামিয়ে এনেছে। আর বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী কম ওজনের শিশুর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে।