প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জাপানে বিরল ঘটনা, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২২ ১৩:০৩:৫৯ | আপডেট: ২ years আগে
জাপানে বিরল ঘটনা, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি

বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির নারা শহরের একটি অনুষ্ঠানে তাকে গুলি করা হয়। এমন ঘটনা জাপানে বিরল। খবর বিবিসি’র।

জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়। তখন তিনি বক্তৃতার মাঝখানেই লুটিয়ে পড়েন। এরপর তার রক্তক্ষরণ হয়।

এ ঘটনার পর হামলাকারীকে আটক করা হয়েছে।

টোকিওর সাবেক মেয়র ওইচি মাসুজো এক টুইট বার্তায় বলেছেন, আবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় আছেন।

জাপানে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট বলতে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত করার আগের অবস্থাকে বোঝানো হয়।

মি. আবেকে দুইবার গুলি করা হয় এবং দ্বিতীয় গুলিটি তার পিঠে আঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

জাপানে এ ধরণের হামলা খুবই বিরল ঘটনা। কারণ, সেখানে পিস্তল নিষিদ্ধ।