প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জাপানে বেশিরভাগ অবিবাহিতরা সন্তান নিতে আগ্রহী নয়

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩ ১১:৪০:৪৯ | আপডেট: ২ years আগে
জাপানে বেশিরভাগ অবিবাহিতরা সন্তান নিতে আগ্রহী নয়
প্রতীকী ছবি

জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় ৫০ শতাংশেই সন্তান চায় না।একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার।

সন্তান না চাওয়ার কারন হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও লালনপালন সমস্যার কথা তুলে ধরে তারা।

জাপানের রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।

লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে।
জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।

এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন ৮ লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

সরকারের ধারনার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা ৮ লাখে নেমে আসবে।