জাপানের ওসাকা শহরের প্রধান কেন্দ্রে একটি ভবনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই ভবনের চতুর্থ তলায় একটি মানসিক ক্লিনিকে ছিলেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সরকারি টিভি এনএইচকে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এক ব্যক্তি তরল ছিটিয়ে আগুনের সূত্রপাত ঘটিয়েছেন, এটিই এখন তারা তদন্ত করছেন।
ভুক্তভোগীরা কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছিলেন। কয়েক ডজন দমকলকর্মী চতুর্থ তলায় আগুন নেভানোর পরে পোড়া দৃশ্য ফুটে ওঠে।
কিয়োডো নিউজ জানিয়েছে, পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বিল্ডিংয়ে তরল একটি ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। একটি হিটারের কাছে এটিকে ধাক্কা দেয়ার আগে তরল ছড়িয়ে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়। লোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক, এনএইচকে জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে কিয়োটোতে একটি ফিল্ম স্টুডিওতে আগুন দেয়ার ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছিল, যেটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ গণহত্যা বলে ধরা হয়।