জাপানের হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে ২৬ যাত্রী নিয়ে পর্যটক নৌকা ডুবে গেছে। শনিবার এ দুর্ঘটনার পর অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। এরই মধ্যে ৭ জনের সন্ধান মিলেছে, তবে তারা জীবিত আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি দেশটির কোস্টগার্ড। খবর বিবিসি’র।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ডুবে গেলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় নৌকাটির। কাজু-১ নামের নৌকাটি শিরেটোকো উপদ্বীপের চারপাশে ৩ ঘণ্টার মতো ভ্রমণে ছিল বলে ধারণা করা হচ্ছে।
এলাকাটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং পাথুরে সৈকতে তিমি আর বাদামী ভাল্লুক দেখার আশায় পর্যটকদের কাছে নৌকা ভ্রমণ এলকাটিতে বেশ জনপ্রিয়।
উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার, টহল নৌকা এবং ডুবুরি দল। পর্যটবাহী ওই বোটে ২৬ জনের মধ্যে দুই ক্রু আর দুই শিশু ছিল।