জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। খবর বিবিসি’র।
শুক্রবার এ দুর্ঘটনার কথা জানিয়েছে দেশটির পুলিশ।
খবরে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত দল কাজ শুরু করেছে।
এদিকে, দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।