প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জাহাজের হালে লুকিয়ে ১১ দিনের সমুদ্রযাত্রা

টিবিপি ডেস্ক
৩০ নভেম্বর ২০২২ ১০:৩৪:৪০ | আপডেট: ১ year আগে
জাহাজের হালে লুকিয়ে ১১ দিনের সমুদ্রযাত্রা
ট্যাংকার আলিথিনি-২-এর দিক নিয়ন্ত্রক হালের জলরেখার ঠিক ওপর লুকিয়ে থাকা ৩ জন | টুইটার ছবি

নাইজেরিয়া থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আসা তেল এবং রাসায়নিক বহনকারী একটি ট্যাংকার জাহাজের দিক নিয়ন্ত্রক হালে লুকিয়ে থাকা ৩ জনকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্ট গার্ড। খবর দ্য গার্ডিয়ান

জাহাজ ট্র্যাকিংয়ের ওয়েবসাইট মেরিন ট্রাফিক অনুসারে, নাইজেরিয়ার লাগোস থেকে জাহাজটি ১১ দিনের সমুদ্রযাত্রা করেছিল।

সোমবার টুইটারে কোস্ট গার্ডের বিতরণ করা এ ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে তেল ও রাসায়নিক বহনকারী ট্যাংকার জাহাজ আলিথিন-২-এর হালের ওপর ৩ জনকে লুকিয়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, মাল্টিজ পতাকাবাহী আলিথিনি-২ জাহাজটি সোমবার বিকেলে স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের লাস পালমাসে পৌঁছায়।

কোস্ট গার্ড টুইটারে জানিয়েছে, উদ্ধারকৃতদের বন্দরে নিয়ে যাওয়ার পর তাদের শরীরে অস্বাভাবিকভাবে কম তাপমাত্রা এবং পানিশূন্যতার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়।