ইউক্রেন যুদ্ধের মধ্যেই শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। ইন্দোনেশিয়ার বালিতে এ বৈঠকে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খবর বিবিসি’র।
বলা হয়েছে, সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কেননা, এই সংঘাত ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে তোলার পাশাপাশি দুনিয়াজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভাষণে জি-২০ সম্মেলনের আয়োজন করা ইন্দোনেশিয়ার জন্য একটি সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন জোকো উইদোদো।
এদিকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হওয়ার আগের দিন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও সম্মেলন শুরু হওয়ার আগেফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সারাবিশ্বে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে যে খাদ্য সংকট তৈরি হয়েছে সেটি নিরসনে খাদ্যনিরাপত্তার বিষয়টি এই সম্মেলনে প্রাধান্য পাবে।
তবে এবারের সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়াল মাধ্যমেও কোনো বৈঠকে অংশ নেবেন কিনা সেটিও নিশ্চিত নয়।
অন্যদিকে, জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেবেন। যদিও দেশটি এই জোটের সদস্য নয়।