প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জেনিন ছেড়েছে ইসরায়েলি সেনারা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৩ ১০:৩৩:৫৮ | আপডেট: ১ year আগে
জেনিন ছেড়েছে ইসরায়েলি সেনারা, নিহত ১২

সামরিক বাহিনীর অভিযান শেষে প্যালেস্টাইনের পশ্চিম তীরের শরণার্থী শিবির জেনিন ছেড়ে যেতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ।

বিবিসি জানিয়েছে, প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির গত সোমবার থেকে শুরু করে আজ বুধবার মধ্যরাত পর্যন্ত সামরিক অভিযান চালানোর পর পশ্চিম তীর ছাড়তে শুরু করেছে ইসরায়েলের সেনারা। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ১২ জন প্যালেস্টাইনের নাগরিক এবং ১ জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী শিবিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি এবং সংঘর্ষ হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যদি কেউ মনে করে থাকে যে এই হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া থেকে বিরত রাখবে, তবে তাদের ধারণা ভুল। তিনি নিশ্চিত করেছেন যে ইসরায়েলি বাহিনী জেনিনে তাদের মিশন সম্পন্ন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, এটি কোনোও এককালীন পদক্ষেপ নয়।

ইসরায়েলে সেনাবাহিনীর দাবি, জেনিনে বিপুল অস্ত্র মজুদ করেছে প্যালেস্টাইনের সশস্ত্র যোদ্ধারা। যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। আর এ হুমকি মোকাবেলায় জেনিনের শরণার্থী শিবিরে জঙ্গি অবকাঠামো ধ্বংস করতে অভিযান চালিয়েছে তারা।