প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি বাতিল করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ১১:৫৪:২৬ | আপডেট: ২ years আগে
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি বাতিল করল অস্ট্রেলিয়া

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতি বাতিল করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

তিনি বলেন, লেবার পার্টি সরকারের মন্ত্রিসভা তেল আবিবকে আবার রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনায় জেরুজালেমের মর্যাদা অবশ্যই সমাধান করতে হবে।

ওং বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের দ্বিপক্ষীয় সমাধানে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এমন একটি পদ্ধতিকে সমর্থন করব না যা এই সম্ভাবনাকে ক্ষুণ্ন করে।’

২০১৮ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী স্কট মরিসন। যদিও অস্ট্রেলিয়ান দূতাবাস তেল আবিবেই ছিল।