মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাইডেনের করোনা শনাক্তের ব্যাপারে বিবৃতি দিয়েছেন তার প্রেস সেক্রেটার কারিন জিন-পিয়েরে। তিনি জানিয়েছেন, বাইডেন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তবে তার সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার যোগাযোগ রয়েছে এবং তিনি পূর্ব-নির্ধারিত সভায় অংশ নেবেন।
তিনি জানান, বাইডেন তার কিছু অসুস্থতার জন্য ইতোমধ্যে প্যাক্সলোভিড নামক ভাইরাসরোধী ওষুধ খাচ্ছেন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর (এফডিএ) জানিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সি করোনা আক্রান্তদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায়।
জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন।
শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।