প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জোট সরকার গঠনে একমত নওয়াজ-বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৩:৩৮ | আপডেট: ৯ মাস আগে
জোট সরকার গঠনে একমত নওয়াজ-বিলাওয়াল

মোবাইল ও ইন্টারনেট বন্ধের মধ্যেই ৮ ফেব্রুয়ারি পাকিস্তান নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে দেশটির জনগণ। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লীগের মধ্যে।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ হয়নি। তবে কোনো দল এককভাবে সরকার গড়তে প্রয়োজনীয় আসন পাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত।

যদিও নির্বাচনের ফলাফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও নিজেদের বিজয়ী ঘোষণা করেছে নওয়াজ ও ইমরান দুইজনই। কিন্তু এরই মধ্যে জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছেন পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ।

আর তাই পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন নওয়াজ শরিফ।

জানা গেছে এ পরিস্থিতিতে জোট সরকার গড়তে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। খবর জিও টিভি ও দ্যা ডন।

শুক্রবার রাতে লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও তাঁর বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন পিএমএল-এন-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। এ সময় শাহবাজ শরিফ ‘পাকিস্তানের জন্য একসঙ্গে কাজ করতে’ পিপিপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান।

বিজয় দাবি ইমরান-নওয়াজ উভয়েরবিজয় দাবি ইমরান-নওয়াজ উভয়ের বৈঠকে পিপিপি এবং পিএমএল-এন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া জোট বেঁধে ক্ষমতায় যাওয়ার কৌশল নির্ধারণ করতে দুই দলের নেতারা অবিলম্বে আলোচনায় বসবেন বলেও সম্মত হয়েছে দুই পক্ষ।

জিও টিভি জানায়, পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) সর্বশেষ ফল অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত ২৫০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বেশির ভাগই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন। এরপর পিএমএল-এন ৭১টি, পিপিপি ৫৩টি এবং এমকিউএম ১৭টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।