প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

টাইফুনের আশঙ্কায় সাংহাইয়ে স্কুল-ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ১০:২৫:২৩ | আপডেট: ৩ years আগে
টাইফুনের আশঙ্কায় সাংহাইয়ে স্কুল-ফ্লাইট স্থগিত

তাইওয়ানে আঘাত করার পর চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চানথু। টাইফুনের আশঙ্কায় সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের ফ্লাইট বাতিল করেছে সেখনকার কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুল ও ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংহাই শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, ঘণ্টায় ১৭০ কিলোমিটারেরও বেশি বেগে ধেয়ে আসা সুপার টাইফুনটি রোববার সন্ধ্যার দিকে শক্তিশালী টাইফুনে নেমে গেছে। ধীরে ধীরে টাইফুনটি আরও দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এরপরও টাইফুনটি উপকূলীয় অঞ্চলে শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার সাংহাইয়ের নিকটবর্তী চচিয়াং প্রদেশটি ইমার্জেন্সি রেসপন্স জারি করেছে। পাশাপাশি সকল স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কিছু শহরের ফ্লাইট ও রেল পরিষেবাও স্থগিত করেছে।

এদিকে নয়টি জেলায় বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে চচিয়াং। সাংহাইয়ের পর চীনের দ্বিতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন কেন্দ্র নিংবো বন্দরঈ রোববার দুপুর থেকে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সাংহাই অঞ্চলের বন্দরগুলোতে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমদানি ও রপ্তানি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব জিয়াংসু প্রদেশ, সাংহাই এবং উত্তর-পূর্ব চচিয়াংয়ের কিছু কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।