প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

টিকা না নেওয়ায় ৩ কর্মীকে চাকরিচ্যুত করেছে সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২১ ১৬:৩৪:৫৩ | আপডেট: ৩ years আগে
টিকা না নেওয়ায় ৩ কর্মীকে চাকরিচ্যুত করেছে সিএনএন

চলমান কোভিড-১৯ মহামারির মধ্যে করোনা টিকা না নিয়ে অফিসে উপস্থিত হওয়ায় তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেয় সংবাদমাধ্যমটি।

বৃহস্পতিবার সিএনএন’র কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ মেমো থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি'র।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে কর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়- যারা অফিসে কিংবা মাঠে সহকর্মীদের সঙ্গে স্বশরীরে কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

নথির তথ্য অনুযায়ী, সিএনএন’র প্রধান জেফ জাকার অফিসের কর্মীদের বলেছেন- এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠান জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আর এ কারণে অফিসে আসতে হলে এবং বাইরে গিয়ে অন্যদের সঙ্গে কাজ করতে হলে সবাইকেই টিকা নিতে হবে।

নথিতে আরও বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমের বার্তা বিভাগ, খেলাধুলা বিষয়ক বিভাগ এবং স্টুডিওতে কাজ করা সকলকে অবশ্যই করোনা টিকা নিতে হবে। আমরা মাসের পর মাস ধরে পরিষ্কারভাবে এই কথাটিই বলে আসছি। তাই টিকা নেওয়ার বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়।’

এদিকে সিএনএন জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অফিসে প্রবেশের জন্য টিকা গ্রহণের প্রমাণপত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক করা হতে পারে।