প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

টিকা নিয়েও করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২১ ১৮:১৪:৪৫ | আপডেট: ৩ years আগে
টিকা নিয়েও করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি। তার সঙ্গে আরও আক্রান্ত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক। আজ সোমবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারা দুজনই চীনের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এর মাত্র ১০ দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। তিনিও চীনের তৈরি একই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে চীনের ভ্যাকসিন সিনোফার্মের টিকা নিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সামিনা আলভি। কিন্তু প্রথম ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি তৈরির আগেই করোনায় আক্রান্ত হলেন ডা. আলভি।



এক টুইট বার্তায় ডা. আলভি লিখেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সব করোনা আক্রান্তের ওপর আল্লাহ রহম করুন। আমি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় ডোজ নেয়ার পরই অ্যান্টিবডি তৈরি হয়। আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। সবাই দয়া করে সতর্ক থাকুন।‘

এর আগে গত ২০ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ১৮ মার্চ টিকা নেয়ার মাত্র দুদিন পর ইমরান করোনায় আক্রান্ত হলে বেশ আলোচনার জন্ম হয়। তবে করোনা ধরার পর থেকেই সেলফ-আইসোলেশনে আছেন ইমরান খান।