প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

টিকাগ্রহীতাদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্ত করলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ২০:৩০:৪০ | আপডেট: ৩ years আগে
টিকাগ্রহীতাদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্ত করলো আরব আমিরাত

আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা উন্মুক্ত করেছে দেশটির সরকার। 

গত ২৮ আগস্ট আমিরাতে ভ্রমণের বিষয়ে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টারস ম্যানেজমেন্ট অথরিটি যৌথ বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আগ্রহী সব যাত্রীদেরকে আমিরাত স্বাগতম।

তবে এজন্য শর্ত জুড়ে দিয়েছে পর্যটন মন্ত্রণালয় ও বিমান সংস্থাগুলো। যাত্রীদের অবশ্যই সম্পূর্ণ ডোজ কোভিড-১৯ এর টিকা নিতে হবে।

ভ্যাকসিনগুলো হল- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, জ্যানসেন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা/কোভিশিল্ড এবং অ্যাস্ট্রাজেনেকা/এজেড ১২২২ (এসআইআই এবং এসকে বায়ো দ্বারা উৎপাদিত)।

এনসিইএমএ রোববার টুইটে জানায়, ৩০ আগস্ট থেকে পর্যটন ভিসা উন্মুক্ত থাকবে। তবে যারা সম্পূর্ণ ডোজ কোভিড-১৯ এর টিকা নিয়েছে শুধুমাত্র তাদেরকেই ভ্রমণে অনুমতি দেওয়া হবে।