একের পর এক ইউক্রেনীয় শহর ধ্বংস করে চলেছে রাশিয়া। মারিউপোল থেকে সেনা পত্যাহারের পর এবার ধ্বংসযজ্ঞ চলাচ্ছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে। অঞ্চলটি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা এবং বর্তমানে এ অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো।
লুহানস্কের গভর্নর বলেছেন, রাশিয়ান বাহিনী সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্কের দিকে অগ্রসর হওয়ার সময় ওই অঞ্চলে ১৩ জনকে হত্যা করেছে।
বিদ্যমান এ পরিস্থিতিতে পূর্ব ইউরোপের এই দেশটির জন্য লাখ লাখ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছে বিশ্বের ধনী দেশগুলো।
বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া ইউক্রেনে প্রায় তিনমাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়। মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা।
বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘(ডনবাসে) দখলদাররা আরও শক্তি প্রয়োগের চেষ্টা করছে। এই অঞ্চলটি নরকে পরিণত হয়েছে এবং এটি মোটেই বাড়িয়ে বলা নয়।’
এদিকে, ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন কংগ্রেসকে সাধুবাদ জানিয়েছেন।
বিডেন প্রশাসন কামান, রাডার এবং অন্যান্য সরঞ্জাম সহ কিয়েভকে সুরক্ষা সহায়তার জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে।