প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য খাদ্য আমদানি বন্ধ ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২ ১২:২৫:১৫ | আপডেট: ২ years আগে
তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য খাদ্য আমদানি বন্ধ ঘোষণা চীনের

কঠোর হুশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে চীনের নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেশটির কয়েকশ পণ্য।

এমন সিদ্ধান্ত তাইওয়ানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। (খবর এপির)। 

বুধবার সকালে চীনের বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য লেবু বা কমলা জাতীয় ফল, কয়েক প্রজাতির মাছসহ বহু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া পেলোসির সফরের একদিন আগেই তাইওয়ানে উৎপাদিত বিস্কুট ও কনফেকশনারি খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থনীতির জন্য অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল তাইওয়ান। সেখান থেকে ৩০ শতাংশ পণ্য ও খাদ্যশস্য রফতানি করা হয় বেইজিংয়ে। তাছাড়া, অন্যতম বাণিজ্যিক সহযোগীও তারা।