প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তাইওয়ানে সাইবার হামলা, চলছে সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২ ১২:০৩:১৪ | আপডেট: ২ years আগে
তাইওয়ানে সাইবার হামলা, চলছে সামরিক মহড়া
সংগৃহীত ছবি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরদিন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। খবর রয়টার্সের।

এ ছাড়াও দ্বীপটির আশপাশের সমুদ্রে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ান সময় বৃহস্পতিবার বেলা ১২টায় চীনা মহড়া শুরু করে। কয়েকটি এলাকায় এটি চালানো হবে দ্বীপের মাত্র ১২ নটিক্যাল মাইলের মধ্যে। সেই সাথে দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে গেছে বলে জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাজধানী তাইপে থেকে এসব তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পেলোসির সফর চীনকে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলায় এসব ঘটছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- শেষ হলো ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন, তার স্বশাসিত ভূখণ্ড ‘পরিকল্পিত সামরিক হুমকির’ সম্মুখীন।

এর আগে এমন কিছু কখনোই ঘটেনি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য এ পদক্ষেপকে ‘সামগ্রিকভাবে তাইওয়ানের সমুদ্র ও আকাশ অবরোধ’ বলে বর্ণনা করেছেন তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।