প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২ ১৫:৩২:৩৩ | আপডেট: ২ years আগে
তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সংগৃহীত

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েনে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সোমবার নগরীর প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জপির সংস্থার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ৯টা ৫মিনিটে (গ্রিনিচ মান সময় ০১০৫ টা) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের সময় তাইপে মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাতের প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর ভূমিকম্প কেন্দ্রের প্রধান চেন কু-চাং জানিয়েছেন, আবহাওয়া ব্যুরো আগামী দুই দিনের মধ্যে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ওপরে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।

প্রসঙ্গত, দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে তাইওয়ানের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে।