তাইওয়ানের রাজধানী তাইপেসহ জাপানের একাংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ১।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব তাইওয়ান এবং দক্ষিণ-পশ্চিম জাপানের মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর ফলে মৃদু কম্পন দেখা যায় সাগরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই। তাইপেইতে হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গনমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পটি তাইওয়ানের প্রায় ১১০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ওকিনাওয়ার ইয়োনাগুনি দ্বীপপুঞ্জের ২০ কিলোমিটার ভিতরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।এর ফলে সমুদ্রের পানিসীমা সামান্য বাড়াতে দেখা যায়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই। এই দ্বীপপুঞ্জের খুব কাছেই অবস্থান ওকিনাওয়া শহরে এর তীব্রতা বেশি থাকায় দেশের আরও বেশ জায়গায় কম্পন টের পাওয়া গিয়েছে।
এদিন ভূমিকম্পের সময় তাইওয়ানের রাজধানী তাইপের বেশ কিছু বহুতলকে কাঁপতে দেখা যায়। যদিও তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।