প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তাপদাহে পুড়ছে ভারত, রাজস্থানে পানির হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২২ ১১:০২:৪৮ | আপডেট: ১ year আগে
তাপদাহে পুড়ছে ভারত, রাজস্থানে পানির হাহাকার

তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ। এর মধ্যে রাজস্থানে লাখ লাখ মানুষ পানির জন্যে হাহাকার করছে। তবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া কিছুটা স্বস্তিতে আসতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। খবর এনডিটিভি’র।

বুধবার এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নয়া দিল্লিতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিলো, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ।

এদিকে, দেশটির মরুরাজ্য রাজস্থানের তাপমাত্রা প্রায়ই ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। নেমে গেছে পানির স্তরও। পানির জন্য যোধপুরের প্রায় ১৬ লাখ মানুষের হাহাকার। জলবায়ুর এ পরিবর্তন ভারতের প্রায় ১৪০ কোটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজস্থানের লাখ লাখ মানুষের জন্য পানি নিয়ে আসে ওয়াগন ট্রেন। এটিই এখন জেলার মানুষের পানির একমাত্র উৎস। ট্রেনের অপেক্ষায় প্রতিদিনই বালতি, কলসিসহ নানা ধরনের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন স্থানীরা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ এশিয়ার লাখ লাখ মানুষ গ্রীষ্মের প্রথম দিকেই তাপপ্রবাহের আগুনে পুড়ছে। উষ্ণতম মার্চের রেকর্ড হয়েছে ভারতে। আন্তঃসরকারি প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (আইপিসিসি) ল্যান্ডমার্ক রিপোর্টে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে দীর্ঘ সময়কালের জন্য আরো তীব্র তাপদাহে ভুগতে পারে।

প্রচণ্ড তাপদাহে ভারতের কৃষিব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর গমের উৎপাদনও কম হয়েছে।